আড়াই দিনের বন্দিদশা নিয়ে শহিদুল আলম
শহিদুল আলম বলেন, ‘আমি গিয়েছি কিন্তু সত্যিকার অর্থে আমি আপনাদেরকে সাথে নিয়ে গিয়েছি। যেভাবে আপনারা সমর্থন করেছেন, যে ভালোবাসা দেখিয়েছেন, সেটা অসাধারণ। বাংলাদেশ যেভাবে সাড়া দিয়েছে এর মাধ্যমে সারা পৃথিবীকে বাংলাদেশ দেখিয়েছি যে আমরা কী ধরনের ভূমিকা রাখতে পারি।’
শহিদুল আলম জানান, বাংলাদেশি পাসপোর্ট দেখে ইসরাইলি সেনারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সেটি মাটিতে ছুড়ে ফেলে। এটা দেখে আমার খুব খারাপ লেগেছে। একটি দেশের পাসপোর্ট এভাবে অপমান করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর ন্যায়বিচার আমাদের আদায় করতে হবে।
দেশে ফিরে শহিদুল আলম
ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রী, মানবাধিকারকর্মী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।
দেশে ফিরে শহিদুল আলম
মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী শহিদুল আলম বলেছেন, যতদিন ফিলিস্তিন মুক্ত না হবে ততদিন সংগ্রাম চালিয়ে যেতে হবে। এখনও গাজা মুক্ত হয়নি। সেখানে এখনও আক্রমণ চলছে। আমাদের কাজ শেষ হয়নি।